নিম্নমানের ২২টি তেল ট্যাংকার ফেরত পাঠালো ইমারতে ইসলামিয়া

0
252

২২টি নিম্নমানের তেল ট্যাংকার আমদানি সফলভাবে প্রতিরোধ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(এএনএসএ)। ট্যাংকগুলো শেখ আবু নসর ফারাহি বন্দর হতে ইরানে ফেরতে পাঠানো হয়েছে। এই ঘটনার মাধ্যমে দেশে নিম্নমানে পণ্য আমদানি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি কঠোর সতর্কতা প্রদান করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ।

একই সাথে এটি পণ্যের সঠিক মান বজায় রাখার ক্ষেত্রেও রপ্তানিকারক দেশগুলোর প্রতি কঠোর এক বার্তা। ইমারতে ইসলামিয়া কর্তৃক দেশটিতে পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট মান ও নিয়মাবলী সুনির্ধারিত রয়েছে, ব্যবসায়ীগণ এই নিয়মসমূহ মেনে চলতে হবে বলে জানিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

উল্লেখ্য যে, গত মাসেই প্রতিষ্ঠানটি তার পরীক্ষাগারসমূহে উন্নত যন্ত্রপাতি ক্রয় ও স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছিল, যেগুলোর মাধ্যমে দেশে উৎপাদিত ও আমদানিকৃত পণ্যের মান সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে।

আরও পড়ুন:
পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে উন্নত যন্ত্রপাতি স্থাপন করবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান


তথ্যসূত্র:
1) Import of 22 Tankers of Substandard Oil Prevented into the Country
https://tinyurl.com/26zabtxf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবারে কসবা সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা করলো ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধকুমিল্লা সীমান্তে আরেক বাংলাদেশিকে গুলি করলো ভারতীয় বাহিনী