• ৪০টি আমেরিকান এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গাজার সাথে সংহতি জানিয়ে তাবু স্থাপন করেছে।
• গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর বর্বর আক্রমণ চালিয়েছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় ৫৫০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
• হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস। কিন্তু এজন্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করতে হবে।
• ইসরায়েলি বাহিনীর এক সিনিয়র সদস্য জানিয়েছে, রাফায় স্থল আগ্রাসন চালানোর পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও রাফায় আশ্রয় নেওয়া উদ্বাস্তু ফিলিস্তিনিদের হত্যা করতে বেপরোয়া জায়োনিস্ট বাহিনী এগিয়ে চলছে।
• গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণে তিনটি গণকবর থেকে মিলেছে ৩৯২ জন ফিলিস্তিনির লাশ। অন্তত ২০ জনকে জীবিত অবস্থাতেই কবর দিয়েছিল জায়োনিস্ট বাহিনী।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৩০৫ জন ফিলিস্তিনি।
• মধ্য গাজার জুহর আল দিকের পূর্বে জায়োনিস্ট বাহিনীর একটি নতুন নজরদারি ও গুপ্তচরবৃত্তির স্থান মর্টারশেল হামলা করে ধ্বংস করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে তিনটি মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• গাজা এনভেলপে দখলদার বসতিতে রকেট হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী এবং আল-কুদুস ব্রিগেড।
• তুলকারেমে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে তীব্র যুদ্ধ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• ফিলিস্তিন ব্যাংকের কাছে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• জেনিনের জালবুনে আগ্রাসন চালানোর সময় জায়োনিস্ট বাহিনীর উপর স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক বিস্ফোরিত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।