ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ২৬ এপ্রিল, শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণের মাধ্যমে একটি সিরিজ বিমান হামলা চালিয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে, ইসরায়েলি হামলাগুলো ভোরের দিকে শাবা, কাফার শুবা এবং হেলতা শহরগুলিকে লক্ষ্য করে চালানো হয়।
এর আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শাবা গ্রামের একটি বাড়ি এবং কাফার শুবা গ্রামের দুটি বাড়িতে হামলা চালায়। ফলে বাড়িগুলো ধ্বংস হয়ে যায়। এ হামলায় উভয় গ্রামের ৩৫ টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
উপরন্তু, ইসরায়েলি বাহিনী ইয়ারুন শহরে হামলার সময় সাদা ফসফরাস শেল এবং অগ্নিশিখা ব্যবহার করে। এর ফলে আশেপাশে আগুন ধরে যায় ও তা ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্র:
1. Israel launches a series of airstrikes on southern Lebanon
– https://tinyurl.com/y4er4ytx