র‍্যাগিংয়ের প্রতিবাদ করায়  শিক্ষার্থীকে মারধর করলো ছাত্রলীগ

0
105

র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ইকরামকে (২০) মারধর করেছে প্রতিষ্ঠানটির চতুর্থ ও দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রলীগ কর্মী। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টার দিকে মেডিকেল কলেজের প্রফেসর মনসুর খলিল ছাত্রাবাসের ৩০১ নং কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষার্থী মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, প্রফেসর মনসুর খলিল ছাত্রাবাসের সুপার ও এন্টি র‍্যাগিং কমিটি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ ওই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্তরা হলো- ওই মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ, রেজোযানুল ইসলাম (স্বনন), হৃদয় কান্তি বিশ্বাস তীর্থ, জয়, শাফীন, তাহের ও লিমন এবং দ্বিতীয় বর্ষের ছাত্র রাফি, সৌরভ পাল, নাফিজ, অনিমেষ, তাবিব, অনিক ও শাওন। এদের মধ্যে ফয়সাল আহমেদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রেজোয়ানুল ইসলাম (স্বনন) ও হৃদয় কান্তি বিশ্বাস তীর্থ সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ এর দিকে ক্যাম্পাসের মাঠে চতুর্থ বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা জড়ো হয়। ভুক্তভোগী ইকরাম মাঠে দেরিতে উপস্থিত হলে চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ ইকরামের মা নিয়ে গালিগালাজ করে। এ সময় ইকরাম মা নিয়ে গালাগালি করতে নিষেধ করেন। ফয়সাল এই বিষয়টা বেয়াদবি হিসেবে নিলে ইকরাম তৎক্ষণাৎ ক্ষমা চান। বুধবার (২৪ এপ্রিল) সকালে প্রায় ১০-১২ জন মিলে ঘুমন্ত অবস্থায় ইকরামের শরীরে এবং মাথায় উপর টানা আঘাত করে ও বেধড়ক মারধর করে। পরে ইকরামের ব্যাচমেটরাও রুমে ঢুকে মারধর করে।

ইকরামের রুমমেট মাহাদী ও মুস্তাফিজ বলেন, ‘চতুর্থ বর্ষের ভাইয়েরা আমাদের ঘুম থেকে উঠিয়ে বলে তোরা নিচে চলে যা। আমরা রুম থেকে বের হলে রুমের ভেতর থেকে মারধর ও চিৎকারের শব্দ পাচ্ছিলাম। আমরা তখন আতঙ্কিত হয়ে পড়ি।’

ভুক্তভোগী ফয়সাল আহমেদ ইকরাম বলেন, ‘গত ২২ এপ্রিল সন্ধ্যায় চতুর্থ বর্ষের সিনিয়র ভাই ফয়সাল, স্বনন, তীর্থ, জয়, শাফীন, তাহের, লিমন আমাকে ক্যাম্পাসের মাঠে ডেকে নিয়ে যায়। আমার মাঠে যেতে একটু দেরি হয়ে যায়। পরে ফয়সাল ভাই আমাকে বলে ‘সোজা হয়ে দাঁড়া, তোর পা সোজা কর, হাত পেছনে নে।’ একপর্যায়ে ফয়সাল ভাই আমার মা তুলে গালি দেয়। আমি তখন বলি ভাই ভদ্রতা বজায় রাখেন। আমি এই র‍্যাগিং এর প্রতিবাদ করায় ঘুমের মধ্যে চতুর্থ বর্ষের ১০-১২ জন মিলে আমাকে আঘাত করে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. হেলাল উদ্দিন বলেন, ‘ইকরাম শঙ্কামুক্ত। তার চিকিৎসা চলছে।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আশুতোষ সাহা রায় বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কেনানকে সভাপতি করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।’


তথ্যসূত্র:
১. র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় মেডিকেল শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
https://tinyurl.com/yvhk7hmt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় এক বছরের শিশুর মুখে ২০০ সেলাই, বিচ্ছিন্ন হয়ে গেছে হাত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৭ এপ্রিল, ২০২৪