• জায়োনিস্ট ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ বলেছে, বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন হলে রাফায় আগ্রাসনের পরিকল্পনা বাতিল করা হবে!
• দক্ষিণ লেবাননের স্রেববাইনে একটি বাড়ি ধ্বংস করেছে জায়োনিস্ট ইসরায়েল। এতে ১৪ জন আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর।
• গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
• কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫টি দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে একটি হলো ইসরায়েল সরকারকে অর্থায়ন করে এমন সব কোম্পানির সাথে সম্পর্কচ্ছেদ করতে হবে।
• দখলীকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলিরা।
• আল-কাসসাম ব্রিগেড দুই ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে নেতানিয়াহুর কাছে একটি বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানোর আবেদন জানায় বন্দীরা।
• এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর তেল আবিবে জায়োনিস্ট পুলিশ ও দখলদারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দখলদার ইসরায়েলিরা বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে।
• রাফা শহরে একটি বাড়িতে জায়োনিস্ট ইসরায়েলি হাশলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।
• লেবানন থেকে দখলীকৃত ফিলিস্তিনে জায়োনিস্ট দখলদারদের উপর ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
• মধ্য গাজা থেকে ছুঁড়া রকেট গাজা এনভেলপের বীরি দখলদার বসতিতে আঘাত হেনেছে।
• কালকিলিয়ার আজজুনে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন প্রতিরোধী যুবকরা। এসময় তারা জায়োনিস্ট বাহিনীর উপর মোলোটভ ককটেল বিস্ফোরণ করেছেন।
• সেদেরতে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।