ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৭ এপ্রিল, ২০২৪

0
89

• জায়োনিস্ট ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ বলেছে, বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন হলে রাফায় আগ্রাসনের পরিকল্পনা বাতিল করা হবে!
• দক্ষিণ লেবাননের স্রেববাইনে একটি বাড়ি ধ্বংস করেছে জায়োনিস্ট ইসরায়েল। এতে ১৪ জন আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর।
• গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
• কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫টি দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে একটি হলো ইসরায়েল সরকারকে অর্থায়ন করে এমন সব কোম্পানির সাথে সম্পর্কচ্ছেদ করতে হবে।
• দখলীকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলিরা।
• আল-কাসসাম ব্রিগেড দুই ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে নেতানিয়াহুর কাছে একটি বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানোর আবেদন জানায় বন্দীরা।
• এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর তেল আবিবে জায়োনিস্ট পুলিশ ও দখলদারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দখলদার ইসরায়েলিরা বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে।
• রাফা শহরে একটি বাড়িতে জায়োনিস্ট ইসরায়েলি হাশলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।
• লেবানন থেকে দখলীকৃত ফিলিস্তিনে জায়োনিস্ট দখলদারদের উপর ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
• মধ্য গাজা থেকে ছুঁড়া রকেট গাজা এনভেলপের বীরি দখলদার বসতিতে আঘাত হেনেছে।
• কালকিলিয়ার আজজুনে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন প্রতিরোধী যুবকরা। এসময় তারা জায়োনিস্ট বাহিনীর উপর মোলোটভ ককটেল বিস্ফোরণ করেছেন।
• সেদেরতে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধর‍্যাগিংয়ের প্রতিবাদ করায়  শিক্ষার্থীকে মারধর করলো ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধনাইজার ও বেনিনে আল-কায়েদার ৩ হামলা