২৮ এপ্রিল রবিবার; এদিন ছিল গাজা যুদ্ধের ২০৫ তম দিন। ইসরায়েলি দখলদার বাহিনী এদিন গাজা উপত্যকায় মোট সাতটি গণহত্যা চালিয়েছে। মাত্র ২৪ ঘন্টায় ৬৬ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে যে, ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি গণহত্যা যুদ্ধের কারণে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২৮ এপ্রিল পর্যন্ত ৩৪,৪৫৪-এ পৌঁছেছে, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭,৫৭৫ জনে।
হাজার হাজার ভুক্তভোগী এখনও রাস্তায় ধ্বংসস্তূপের নীচে রয়েছে কারণ দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদেরকে তাদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে।
এর আগে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে, রাফাহ শহরের পূর্বে একাধিক স্থানে ইসরায়েলি গোলাগুলির কারণে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ ও খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে ইসরায়েলি কামান হামলা চালিয়েছে।
তথ্যসূত্র:
1.In 205 days only: 34,454 killed, 77,575 injured in Gaza
– https://tinyurl.com/5bspjzf8