ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ মে, ২০২৪

0
58

জায়োনিস্ট ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার কারণে রাফা ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা।

আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৭ই মে রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনের অংশে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে জায়োনিস্ট ইসরায়েল। এর ফলে রাফায় জরুরি সহায়তা পাঠানো সম্ভব হবে না, কেউ ফিলিস্তিনের ভেতরে বা বাহিরে যেতে পারবেন না।

আল-শিফা হাসপাতালে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত সেখান থেকে ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৪,৮৪৪ জন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, সে এখনও ইসরায়েলের ‘প্রতিরক্ষায়’ বিশ্বাস করে এবং একে সমর্থন করে। ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক অস্ত্র যেমন- আইরন ডোম, পাঠাবে যুক্তরাষ্ট্র।

কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে। হামাস জানিয়েছে, নেতানিয়াহু সময় ক্ষেপন করার জন্য আবার শুরু থেকে আলোচনা করছে। হামাস নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি বন্দীদের পরিবারকে সতর্ক করে বলা হয়েছে, নিজেদের সন্তানদের ফিরে পেতে এটাই তাদের জন্য শেষ চেষ্টা হতে পারে।

রাফার পূর্বে আল-শওকা এলাকায় এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন উমার আল-কাসিম বাহিনী। এতে জায়োনিস্ট সৈন্য সরাসরি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

রাফার পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

তুলকারেমের উত্তরে দেইর আল-গুসুনে ১৫ ঘণ্টা ব্যাপী যুদ্ধে আহত হয়েছিল ইয়ামাম বিশেষ বাহিনীর এক জায়োনিস্ট সৈন্য। এখন সে নিহত হয়েছে বলে ঘোষণা দিয়েছে জায়োনিস্ট বাহিনী।

কেরেম শালম সামরিক অবস্থানে জায়োনিস্ট বাহিনীর উপর রাজুম মিসাইল নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেড।

লেবানন থেকে প্রতিরোধ যোদ্ধারা জায়োনিস্ট বাহিনীর বেশ কয়েকটি অবস্থানে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছেন।

রাফার আল-শওকা এলাকায় আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর আলাদাভাবে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কুদুস ব্রিগেড এবং আল-আকসা শহীদি ব্রিগেড।

নেতজারিমে শত্রু বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেড। এছাড়াও, রাফার পূর্বে শত্রুবাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন মুজাহিদগণ।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

জেনিনের কাবাতিয়া শহরে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধপুলিশি হেফাজতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ