গুজরাটে মহিষ বহন করায় মুসলিমকে পিটিয়ে হত্যা

0
179

ভারতের গুজরাটে মহিষ বহনকারী এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল হিন্দুত্ববাদী যুবক। গত ২২ মে এ ঘটনা ঘটে।

নিহত মুসলিমের নাম মিশ্রি খান বালুচ। তিনি গুজরাটের বাসিন্দা।

জানা যায়, ঐ দিন সন্ধ্যা ৬টার দিকে পিকআপ ট্রাকে করে দুটি মহিষ বোনের বাড়িতে নিয়ে যাচ্ছিল মিশ্রি খান বালুচ। এ সময় তাদের বহনকারী পিকআপটি গুজরাটের দিওদর এলাকায় পোঁছালে, অন্তত ৯ সদস্যের একটি হিন্দুত্ববাদী দল তাদের গাড়িটি আটক করে। এবং তারা গো রক্ষার নাম করে অস্ত্র হাতে তাদের ওপর হামলা চালায়।

ঐ যুবকদের হামলায় মিশ্রি খান বালুচ গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত মারা যান। এ সময় গাড়ির ড্রাইভার হোসেন খান হামলাকারী হিন্দুত্ববাদী যুবকদের থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়।

নিহত মিশ্রি খান বালুচের ভাই শের খান গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা তার ভাই এবং পিকআপ ট্রাকের চালকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল, টাকা দিতে অস্বীকার করায় পিটিয়ে হত্যা করেছে তার ভাইকে।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারী হিন্দুত্ববাদী যুবকদের একজন আখিরাজ সিং। সন্ত্রাসী কার্যক্রম ও ইসলাম বিদ্বেষের জন্য তার কুখ্যাতি রয়েছে। গত বছর সে অন্য এক মুসলিম ব্যক্তিকে মহিষ বহন করার কারণে মারধর ও জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছিল।

এদিকে, স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এটিকে মব লিঞ্চিং হিসেবে মামলা নিতে অস্বীকার করেছে ভারতীয় পুলিশ।


তথ্যসূত্র:
1. Gujarat: Muslim man lynched by cow vigilantes
https://tinyurl.com/mre4nxtf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডলার সংকটে কমেছে আমদানি
পরবর্তী নিবন্ধঅর্ধমাসে মালিতে আল-কায়েদার অন্তত ১৫ অভিযান