আফগানিস্তানের নূরিস্তান প্রদেশে পারুন ব্রেশনা কোট খাল সংস্কার ও সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে ইমরাতে ইসলামিয়ার বিদ্যুৎ বিভাগ দ্যা আফগানিস্তান ব্রেশনা শেরকাট(ডিএবিএস)। খালটির দৈর্ঘ্য ৯০ মিটার ও উচ্চতা ৩.৭ মিটার। প্রকল্পটির মেয়াদ ৪ মাস। এতে সর্বমোট ৮৪ লাখ আফগানি বিনিয়োগ করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নের ফলে ব্রেশনা কোট খালের সুরক্ষা নিশ্চিত হবে। এটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এটির মাধ্যমে সংশ্লিষ্ট শহরে পানি প্রবাহে কার্যকর ব্যবস্থাপনা করা সম্ভব হবে। ফলে শহরের বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হবে না।
এছাড়া গজনি প্রদেশের নওয়াবাদ শহরে ৪টি ট্রান্সফরমার স্থাপন করেছে ইমারতে ইসলামিয়ার উক্ত বিদ্যুৎ বিভাগ। এর ফলে উক্ত শহরে ১১০০ টি পরিবার বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। বিদ্যুৎ বিভাগ ও স্থানীয়দের পারস্পরিক সমন্বয়-সহযোগিতার ফলে ট্রান্সফরমারগুলো সফলভাবে স্থাপন ও চালু করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য যে, আফগানিস্তানে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস জলবিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি দূর করতে সৌরশক্তি ও বায়ুশক্তি চালিত বিদ্যুৎ প্লান্ট প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার। এছাড়া CASA-১০০০ মেগাপ্রকল্প সম্পন্ন হলে দেশটির বিদ্যুৎ ঘাটতি বহুলাংশে দূর হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।
তথ্যসূত্র:
1. Reconstruction of Breshna Kot Canal Kicks off in Noristan
– https://tinyurl.com/4uv44u4f
2. Over 1000 families gain electricity access in Ghazni
– https://tinyurl.com/mr47a4fr