গাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত

0
118

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে বিপদ বাড়ছে ইসরায়েলের। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে আন্তর্জাতিক আদালত। এছাড়া একে একে মিত্রদের সমর্থন হারাতে যাচ্ছে দেশটি। চারদিক থেকে যখন ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন যুদ্ধক্ষেত্র থেকেও দুঃসংবাদ পাচ্ছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২৮ মে, বুধবার গাজায় ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে।

নিহত সেনারা হল স্টাফ সার্জেন্ট আমির গ্যালিলোভ (২০), স্টাফ সার্জেন্ট উরি বার অর (২১), স্টাফ সার্জেন্ট ইডো অ্যাপেল (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নে কর্মরত ছিল। এ পর্যন্ত সরকারিভাবে ২৯১ সেনার মৃত্যুর কথা জানিয়েছে ইসরায়েল। তবে এর বাইরেও আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে, একটি আবদ্ধ বিল্ডিংয়ে বিস্ফোরণে ওই তিন সেনা নিহত হয়। এছাড়া ৫০তম ব্যাটালিয়নের এক অফিসার এবং দুই সৈন্য গুরুতর আহত হয়েছে। একই ঘটনায় অপর একজন অফিসার মাঝারিভাবে আহত হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, মঙ্গলবার অন্য একটি ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬১৪তম ব্যাটালিয়নের এক অফিসার ও এক সৈনিক উত্তর গাজায় লড়াইয়ে গুরুতর আহত হয়েছে। এছাড়া অভিজাত ইয়াহালোম যুদ্ধ প্রকৌশল ইউনিটের এক সৈন্য গুরুতরভাবে আহত হয়।

খবরে আরো বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি আটকে থাকা টানেলের খাদে বিস্ফোরণের ফলে আরো তিনজন সৈন্য আহত হয়। এছাড়াও বুধবার মাল্টি-ডোমেন ইউনিটের এক সেনা উত্তর গাজায় গুরুতরভাবে আহত হয়েছে।

উল্লেখ্য, এসব বিস্ফোরণ বেশিরভাগই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে হয়ে থাকে।


তথ্যসূত্র:
1. 3 soldiers killed yesterday in booby-trapped building in Gaza’s Rafah
https://tinyurl.com/y8s5v6th

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ আদালতের আদেশ সত্ত্বেও ভারতে কামাল মসজিদ কমপ্লেক্সে খননের অভিযোগ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে খনিজ তেল ও প্রাকৃতিক জিংক বিক্রয়ের নিলাম প্রক্রিয়া সম্পাদন