গুজরাটে পুলিশের নির্যাতনে মুসলিম ব্যবসায়ী নিহত

0
101

ভারতে গুজরাটের ভাদোদরা এলাকায় পুলিশের নির্যাতনে পঙ্গু হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মুসলিম যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মুহাম্মাদ ফাইজান শেখ। ২৮ বছর বয়সী এই যুবক সম্প্রতি বিয়ে করেছিলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জাযা যায়, নিহত ফাইজান শেখ ভাদোদরা রেলওয়ে স্টেশনের পাশে ডিমের ব্যবসা করতেন। গত ২ মে রাত ১১ টার পরে ডিম বিক্রি বন্ধ করার পুলিশি নির্দেশনা অমান্য করায় পুলিশ সদস্যরা ফাইজানকে চরম নির্যাতন করে। পুলিশের বর্বরতায় তিনি পুরোপুরি পঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর গত ১ জুন তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত ফাইজানের ভাই বাদী হয়ে নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে থানায় এফআইআর নথিভুক্ত করেছে, তবে এখনো নির্যাতনকারী কোন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য যে, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন করলে তেমন একটা বিচারের মুখোমুখি হতে হয় না পুলিশ সদস্যদের; আবার যাদেরকে বিচারের মুখোমুখি হয়, তারাও লঘুদণ্ডে পার পেয়ে যান। এর ফলে দেশটির হিন্দুত্ববাদী পুলিশ সদস্যরা যে কোন তুচ্ছ অজুহাতেও মুসলিমদের ওপর চরম নির্যাতন চালাতে আরও উৎসাহিত হয়।


তথ্যসূত্র:
1. Egg Seller Succumbs To Injuries After Month-Long Struggle In Hospital Following Police Beating
https://tinyurl.com/3vk965h8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে আরও এক বাংলাদেশীকে হত্যা করলো ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধগাজায় নিহত আরও ২৮৩, মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল