• জাতিসংঘের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে নিজেদের জবাব কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের কাছে সাবমিট করেছেন হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ কর্তৃপক্ষ।
• যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি ব্লিনকেন বলেছে, নেতানিয়াহু যুদ্ধবিরতি পরিকল্পনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু নেতানিয়াহু বার বার বলছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। যুক্তরাষ্ট্রের দাবি এবং নেতানিয়াহুর কথার মধ্যে এই দ্বন্দ্ব যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ব্যাপারে প্রশ্ন উত্থাপনের সুযোগ রাখছে।
• দখলীকৃত পশ্চিম তীরের কাফর ড্যান শহরে অন্তত ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসবাসী ইসরায়েল। এতে অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
• রাফা শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে এক শিশুকে হত্যা করেছে সন্ত্রাসবাদী ইসরায়েল।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,১৬৪ জন ফিলিস্তিনি।
• নাবলুসের বালাতা ক্যাম্পে আগ্রাসন চালানো দখলদার বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• রাফা শহরে একদল জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান, অ্যান্টি-ট্যাংক এবং অ্যান্টি-পার্সনেল গোলা দিয়ে তীব্র লড়াই করেছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফা শহরে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে জায়োনিস্ট সৈন্যদের মোকাবেলা করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড ।
• গাজা শহরের তাল আল-হাওয়ার দক্ষিণে নেতজারিম করিডোরে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করতে সক্ষম হয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফার শাবুরা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• রাফার আল-শাবুরা ক্যাম্পে আবু আল-সাবের ইন্টারসেকশনে একটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়িতে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• জেনিনের কাফর ড্যানে জায়োনিস্ট বাহিনীর একটি গাড়িতে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
• কাফর ড্যানে জায়োনিস্ট বাহিনীর গাড়িতে একটি মাইনফিল্ড বিস্ফোরণ করেছেন আল-কুদুস ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।