• বিশ্ব খাদ্য কর্মসূচির সহকারী নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, দক্ষিণ গাজায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ বিশুদ্ধ পানি বা স্যানিটশনের অভাবে রয়েছেন এবং সেখানে ধ্বংসস্তুপের মাত্রাটা ভয়ানক!
• উত্তর গাজায় ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক খাদ্যের অভাবে মারা গেছে।
• শুক্রবারে অন্তত ২৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
• গাজায় বিমান হামলা চালিয়ে আরও দুই ইসরায়েলি বন্দীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আল-কাসসাম ব্রিগেড এই তথ্য জানিয়েছেন।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৭,২৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• ইয়াসিন ১০৫ দিয়ে রাফার তাল আস-সুলতান পাড়ার পশ্চিমে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর ৩টি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
• রাফার তাল আস-সুলতান পাড়ার দক্ষিণপশ্চিমে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড ।
• গাজা শহরের জায়তুন পাড়ার পূর্বে একদল জায়োনিস্ট বাহিনীর উপর একটি বাড়িতে বোমা হামলা চালান। এতে শত্রুসৈন্যরা নিহত ও আহত হয়েছে। আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ জানিয়েছেন, হতাহত জায়োনিস্ট সৈন্যদের উদ্ধার করতে সেই এলাকায় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ল্যান্ডিং করতে দেখা গেছে।
• গাজা শহরের জায়তুন পাড়ায় আগ্রাসন চালানো জায়োনিস্ট সৈন্যদের অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার তাল আস-সুলতান পাড়ার দক্ষিণ এবং দক্ষিণপশ্চিমে অবস্থান নেওয়া জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• রাফার পশ্চিমে তাল আস-সুলতানের সৌদি পাড়ায় ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের জায়তুন পাড়ার পূর্বে একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর একটি টানেল আই বিস্ফোরিত করতে সক্ষম হয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট সৈন্যরা নিহত ও আহত হয়েছে।
• মধ্য গাজা শহরে আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর উপর অ্যান্টি পার্সনেল বারক বিস্ফোরক বিস্ফোরিত করেছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফার পূর্বে কেরেম শালুম সাইটে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• জায়োনিস্ট বাহিনী দাবি করেছে, তাদের ৬ মিলিয়ন ডলার মূল্যের একটি ইলবিট সিস্টেমস হার্মেস ৯০০ জেনিনের উত্তরে ধ্বংস হয়ে গেছে। কারণ হিসেবে তারা বলেছে, অভ্যন্তরীণ ‘যান্ত্রিক ত্রুটি’-এর কারণে এটি ধ্বংস হয়েছে।