• ধ্বংস্তুপের মাঝেই ঈদুল আজহা উৎযাপন করছেন গাজা, দখলীকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা।
• রাফায় কয়েক ডজন বাড়িতে হামলা চালিয়ে পুড়িয়ে দিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।
• গাজা শহরের তিনটি বাড়িতে বোমা হামলা চালিয়ে অন্তত ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
• ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা সতর্ক করেছে যে, ৫০ হাজার ফিলিস্তিনি শিশু গাজায় তীব্র অপুষ্টিতে ভুগছে। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার।
• গাজা জায়োনিস্ট বাহিনী হামলা চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৩৭,২৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
• কিসসুফিম সামরিক সাইটে মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতানের সৌদি পাড়ায় একটি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে রাজুম মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• সুফা সামরিক সাইটে আল-কুদুস ব্রিগেড এবং আল-কাসসাম ব্রিগেড যৌথভাবে মিসাইল হামলা চালিয়েছেন।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতানের সৌদি পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর গাড়িতে জটিল অতর্কিত হামলা চালিয়েছেন। এসময় প্রথমে জায়োনিস্ট বাহিনীর একটি ডি৯ বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালান। এতে বুলডোজারে আগুন ধরে যায় এবং শত্রুসৈন্যরা নিহত ও আহত হয়েছে। এরপর জায়োনিস্ট সৈন্যদের উদ্ধারে আরেকটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়ি সেখানে এলে মুজাহিদগণ সেটাতেও ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালান। এতে জায়োনিস্ট সৈন্যরা নিহত ও আহত হয়েছে।
• গাজা শহরের নাবুলসি জংশনে একদল আগ্রাসী জায়োনিস্ট বাহিনীকে মাইনফিল্ড বিস্ফোরণের ফাঁদে ফেলেছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। একটি জায়োনিস্ট হেলিকপ্টারকে সেখানে ল্যান্ডিং করে হতাহত সৈন্যদের উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।
• রাফার তাল আল-সুলতানের দক্ষিণে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।