লেবাননের দক্ষিণাঞ্চলে ১৩ জুন, বৃহস্পতিবার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে একটি মসজিদও রয়েছে।
লেবাননের সরকারী ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আল-জাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে। পাশাপাশি, আইতা আল-শাবাব শহর ও মেয়স আল-জাবাল শহরের দুইটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে তাইর হারফা, খাইম, জাবাল কেহাইল এবং আইতারুম শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। তবে এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে-সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি।
তথ্যসূত্র:
1. Israeli army hits mosque, homes in southern Lebanon
– https://tinyurl.com/yckvc3dn