ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৭ জুন, ২০২৪

0
110

ইসরায়েলি যুদ্ধ পরিচালনার মন্ত্রীসভা ভেঙ্গে দিয়েছে জায়োনিস্ট সরকার। এই মন্ত্রীসভা আট মাস থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চূর্ণবিচূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন তারাই প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন হামাস নেতা ইজ্জত আল রিশক।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে রাতভর তীব্র বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট দখলদার বাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে।

নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে ইসরায়েলি পুলিশ।

রাফায় ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর জায়োনিস্ট হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিম তীরের কুসরা শহর থেকে কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। তাদেরকে একটি স্কুলে নিয়ে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে জায়োনিস্টরা।

জেরুজালেমে সোমবার রাতে নেতানিয়াহুর বাড়ির বাহিরে বিক্ষোভরতদের মধ্য থেকে অন্তত ৮ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।

গাজায় দখলদার বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৩৪৭ জন ফিলিস্তিনি।

গাজা থেকে ফিরে তিন দিনে দুই জায়োনিস্ট সৈন্য আত্মহত্যা করেছে।

২৪ ঘণ্টায় ১৬ জায়োনিস্ট সৈন্য আহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড ও কন্ট্রোল রুমে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রে’ইমে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

রাফার কেন্দ্রে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে আরপিজি গোলা দিয়ে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড। এতে ট্যাংকে থাকা জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

রাফার পশ্চিমে সৌদি পাড়ার দক্ষিণে একটি জায়োনিস্ট ট্যাংকে একটি গেরিলা অ্যাকশন বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

রাফার দক্ষিণ-পশ্চিমে তাল জুরুবের আশপাশে জায়োনিস্ট গাড়ির অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

রাফার পূর্বে কেরেম শালুম সামরিক সাইটের পার্শ্ববর্তী জায়োনিস্ট বাহিনীর অবস্থানে আবাবিল বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত ৮ ইসরায়েলি সেনা
পরবর্তী নিবন্ধচাল বিতরণ শেষেও চাল পাননি অনেক ভিজিএফ কার্ডধারী, চেয়ারম্যানকে অবরুদ্ধ