ঈদের দিনে অবিরাম আক্রমণ আর ক্ষুধায় জর্জরিত গাজা

0
253

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশে গত ১৬ জুন পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ এসেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও। তবে ঈদের দিনের সাধারণ চিত্র গাজায় অনুপস্থিত। মুসলিমদের উৎসবের এই দিনে গাজাবাসী লড়াই করছে ক্ষুধা আর ইসরায়েলি বাহিনীর আক্রমণের হাত থেকে বাঁচতে।

ঈদের দিনেই রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে আগ্রাসী আক্রমণ চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। হামলা করেছে পার্শ্ববর্তী তাল আস-সুলতান এলাকাতেও। ঈদের দিনেও শত শত পরিবার আটকা পড়েছে এলাকাগুলোতে।

ইসরায়েলি বাহিনীর আক্রমণে ঈদের দিনেও ধ্বংস হয়েছে বহু বাড়ি, সরকারি স্থাপনা। আতঙ্কিত হয়ে উঠেছে মানুষ।

গাজার কেন্দ্রীয় এলাকায়, মূলত পূর্ব দেই আল-বালাহ সিটিতে, আর্টিলারি গোলা ফেলা হচ্ছে। যেসব এলাকা ফিলিস্তিনি যোদ্ধারা ব্যবহার করেছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর, ওইসব এলাকাকে লক্ষ্য করে চলছে গোলাবর্ষণ। যদিও ইসরায়েল এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এসব আক্রমণের ফলে অভ্যন্তরীণভাবে আরও মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষ করে গাজার উত্তর অংশে মানুষ শুধু বোমার সঙ্গেই লড়াই করছে না, লড়াই করছে পানিশূন্যতা এবং ক্ষুধার সঙ্গে। বিমান ও স্থল হামলার পাশাপাশি সীমান্ত বন্ধ করে দেওয়ায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য মৌলিক সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। দীর্ঘদিন ধরে এমন অচলাবস্থা থাকায় উপত্যকার উল্লেখযোগ্য অংশের মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির সম্মুখীন। এতে করে ঈদের খুশি তো দূরের কথা, অনাহারে কাটছে দিন।

এই ধ্বংসযজ্ঞের মাঝেও হাজার হাজার ফিলিস্তিনি পরিবার ঈদের নামাজ আদায়ের চেষ্টা করেছে। আবার প্রিয়জনকে হারানোর ব্যথায় কাতর হয়ে নামাজে দাঁড়িয়েছেন অনেকে।

এর মাঝেই গাজা উপত্যকায় ঈদুল আজহা উদযাপনের জন্য কোরবানির পশু প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর হামলায় ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে গাজার বেশিরভাগ দোকানপাট, ঘরবাড়ি। অর্থ-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ফিলিস্তিনিদের কোরবানি দেওয়ার সামর্থ্যও নেই। তাদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। রোববার ঈদের দিন খোলা আকাশের নিচেই ঈদের নামাজ আদায় করেছেন তারা।

সরকারি চাকরিজীবী সামির আরাফাত নিজের দুর্দশা জানাতে গিয়ে বলেন, আর্থিক সংকটে এবারের ঈদে কিছুই কিনতে পারেননি তিনি। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পোশাকও কিনতে পারেননি সামির। এছাড়া পুরো বেতনও পাননি তিনি। সব গাজাবাসীর এই অবস্থা—এবার তাদের কাটছে শোকসন্তপ্ত, বিবর্ণ এক ঈদ।


তথ্যসূত্র:
1. Muslims observe Eid al-Adha in the shadow of Israel’s war on Gaza
https://tinyurl.com/5fshb6ht
2. Palestinians in Gaza struggle to mark Eid as Israeli bombing ongoing
https://tinyurl.com/mudaj386

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৯ জুন, ২০২৪
পরবর্তী নিবন্ধফ্রিজে গরুর মাংস, ১১টি বাড়ি গুড়িয়ে দিলো ভারতীয় পুলিশ