গত ০৯ জুন রবিবার ভারতীয় মিডিয়া ANI নিউজ কতৃক আয়োজিত একটি পডকাস্টে ভারতীয় বিজ্ঞানী ও চরমপন্থী রাজনৈতিক বক্তা রঙ্গনাথ বলে, কাশ্মীরে ভারতের উচিত ইসরায়েলি নীতিকে প্রয়োগ করা ।
তার পডকাস্টের ভাইরাল হওয়া ভিডিওর মূল কথা ছিল, ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করেছে ভারতের উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাশ্মীরে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য একই পন্থা অবলম্বন করা উচিত ।
এর আগেও ইসলাম ও মুসলিম বিরোধী একাধিক বক্তব্যের জন্য তীব্রভাবে সমালোচিত এই উগ্ৰবাদী বক্তা ।
তথ্যসূত্রঃ
1.Indian commentator advocates for Israel-like genocidal solution in Kashmir
-https://tinyurl.com/mpupt6yn
2.Far-right Indian scientist calls for “Israel-like solution” in Kashmir
-https://tinyurl.com/mukd4eza
আনন্দ রঙ্গনাথের বক্ত্যব্য আজকের ভারতের কোটি কোটি সুশীল ডিগ্রি ধারির বক্ত্যব্য। এদের হাত নিশপিশ করে মুসলমানের গলা চিপে ধরার জন্যে। মুসলমান যত আত্মরক্ষা মূলক পিছুপা হবে ; এই পূজারিরা তত বেশি মুসলমানদের দাবিয়ে বেড়াবে। আর কবে হিন্দুস্থানের (বাংলাদেস-পাকিস্তান সহ )মুসলমানরা আল্লাহকে আল্লাহর হক মত চিনতে চেষ্ঠা করবে! আল্লাহর রাসুল আর আল্লাহর কিতাবকে কবে আমরা সামনে নিয়ে আসব! আনন্দ রঙ্গনাথরা হিন্দুদের ডাকছে মুসলমানদের স্ব-পরিবারে হত্যা করার জন্যে।