• গাজার তুফফাহ পাড়া এবং শাতি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জায়োনিস্ট হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের কাছাকাছি।
• জায়োনিস্ট বাহিনী রাফার পশ্চিমাঞ্চলের আরও ভেতরে প্রবেশ করছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৫৫১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৮৫,৯১১ জন।
• কামাল আদওয়ান হাসপাতালে এক সপ্তাহের মধ্যে অপুষ্টিতে ভুগে মারা গেছে ৪ ফিলিস্তিনি শিশু।
• পশ্চিম তীরের রামাল্লাতে এক ফিলিস্তিনিকে গুলি করে আহত করেছিল ইসরায়েলি বাহিনী। এখন সেই বালক মারা গেছে।
• রাফার কের জংশনের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর গাড়ির অবস্থানে এবং কারাম আবু সালেম সামরিক সাইটে মিসাইল এবং মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।
• মধ্য গভর্নরেটে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড। এতে জায়োনিস্ট বাহিনী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। শত্রুসৈন্যদের উদ্ধারে হেলিকপ্টার নামতে দেখা গেছে।
• আবু ওরেইবান সাইট এবং নেতজারিমে জায়োনিস্ট সৈন্য ও গাড়ির অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• সুলতান পাড়ার বীর কিনডার কাছে একদল পদাতিক জায়োনিস্ট সৈন্যের উপর একট অ্যান্টি পার্সনেল আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড।
• জুহর আল-দিকের দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফায় আগ্রাসী জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• কিসসুফিমে জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।
• জেনিনে আল-মাআনা সড়কে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফার সৌদি পাড়ায় আগ্রাসী জায়োনিস্ট সৈন্যদের অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড।