• গাজায় জায়োনিস্ট আগ্রাসনের পর থেকে ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ।
• নেতানিয়াহু বলেছে, গাজায় তীব্র যুদ্ধ প্রায় শেষের দিকে, তবে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলমান থাকবে বলে মন্তব্য করেছে সে। এই মন্তব্যের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত চুক্তিকে নেতানিয়াহু অগ্রাহ্য করেছে বলে মনে করছেন হামাস নেতৃত্ব।
• গাজার অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি বিভাগের পরিচালক হানি আল-জাআফারাওয়িকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী। গাজা শহরে জায়োনিস্ট বাহিনীর চালানো এক বিমান হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থার পিলার হিসেবে গণ্য এই ব্যক্তিকে হত্যা করেছে দখলদাররা।
• উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আরও দুই শিশু অপুষ্টির কারণে মারা গেছেন। এতে এখন পর্যন্ত ক্ষুধা-তৃষ্ণায় ভুগে ৩১ শিশুর মৃত্যু হয়েছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৬২৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৬,০৯৮ জন ফিলিস্তিনি।
• গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক জায়োনিস্ট অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী।
• ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক ৫টি জাহাজে হামলার দাবি করেছে।
• রাফার ইয়াবনা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর উপর যৌথ মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড।
• রাফার তাল জুরুবের পশ্চিমে একটি জায়োনিস্ট ইঞ্জিনিয়ারিং গাড়িতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। এরপর সেখানে উদ্ধারকারী জায়োনিস্ট বাহিনী পৌঁছালে, তাদের উপরও মুজাহিদগণ কয়েকটি রাজুম মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন।
• রাফার ইয়াবনা ক্যাম্পে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর এক সৈন্যকে স্নাইপিং করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• রাফার কয়েকটি জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• নেতজারিম করিডোরের আল-রশিদ স্ট্রিটে জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• রাস আল-আইন করিডোরে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র গুলিবর্ষণ করেছেন আল কুদুস ব্রিগেড।
• নেতজারিমে আল-রশিদ স্ট্রিটে জায়োনিস্ট বাহিনীর উপর যৌথ রকেট হামলা চালিয়েছেন আবু আলী মুস্তফা ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড।