আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি) মালির অন্যতম প্রতিরোধ আন্দোলনের নেতা শাইখ ইয়াদ আগ-গালির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আইসিসির প্রসিকিউটরের নির্দেশে গত ২১ জুন আদালতের ১ম প্রি-ট্রায়াল চেম্বার ইয়াদ আগ-গালিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত জারি করে। এই সিদ্ধান্তের কারণ হিসাবে অভিযোগ আনা হয়েছে যে, ইয়াদ আগ-গালি জানুয়ারী ২০১২ থেকে জানুয়ারী ২০১৩ সালে “যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন”।
উল্লেখ্য যে, শাইখ ইয়াদ আগ-গালি (হাফি.) ২০১২ সাল থেকে মালিতে দখলদার শক্তি এবং ইসলাম বিরোধী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে আসছেন। আর ২০১৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কায়েদার সাথে যুক্ত হওয়ার ঘোষণা দেন। সেই সাথে মালির ৪টি প্রতিরোধ আন্দোলন নিয়ে গঠন করেন জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।
আর সাম্প্রতিক বছরগুলোতে তিনি মালিতে আল-কায়েদা শাখা জেএনআইএম-এর নেতৃত্ব গ্রহণ করেন। সেই সাথে এই অঞ্চলে যুদ্ধের সামরিক ও রাজনৈতিক দিকগুলো পরিচালনা করেছেন। প্রাথমিকভাবে তাঁর নেতৃত্বে ‘জেএনআইএম’ এর কার্যক্রম মালিতে শুরু হলেও বর্তমানে তা বুরকিনা ফাসো, বেনিন, টোগো, সেনেগাল, আইভরি কোস্ট এবং নাইজারের মতো দেশেও ছড়িয়ে পড়েছে। সর্বশেষ বেনিন সীমান্ত হয়ে নাইজেরিয়াতেও কার্যক্রম শুরু করেছে দলটি।