কাশ্মীরে ঐতিহাসিক ঈদগাহ জামে মসজিদে টানা ষষ্ঠবারের মতো ঈদের নামাজে বাধা দিল ভারত সরকার

0
94

কাশ্মীরের শ্রীনগরে ঐতিহাসিক শ্রীনগর ঈদগাহ জামে মসজিদে এ বছরও ঈদুল আজহার নামাজ আদায় করতে দেয়নি ভারতীয় বাহিনী। এ নিয়ে টানা ছয় বছর ঈদের নামাজের অনুমতি দেয়নি দখলদার ভারতীয় কর্তৃপক্ষ।

https://x.com/i/status/1802584859187216584

গত ১৮ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মাকতুব মিডিয়া। খবরে বলা হয়,’আঞ্জুমান আওকাফ’ জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ঈদের দিন ফজরের নামাজের পর পুলিশ সদস্যরা ঈদগাহ জামে মসজিদের গেট বন্ধ করে দেয়। এবং মসজিদ কমিটিকে জানায় যে, মসজিদে সকাল ৯টায় নির্ধারিত ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না।

এছাড়াও শ্রীনগর ঈদগাহ জামে মসজিদের ঈদের জামাতের খতিব মিরওয়াইজ উমর ফারুককে আবারও গৃহবন্দী করা হয়েছে।

উল্লেখ্য যে, এই মসজিদকে শ্রীনগরের বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের পর কয়েক মাস মসজিদটি বন্ধ করে দিয়েছিল ভারতীয় বাহিনী।


তথ্যসূত্র:
1. Admin bans Eid prayers at Srinagar’s Jama Masjid for sixth consecutive Year
– https://tinyurl.com/k86hp8wy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে ১২১টি শিল্পকারখানা প্রতিষ্ঠা করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধভারতীয় কারাগারে তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকিতে কাশ্মীরি নারী বন্দীরা