৭.৫ মিলিয়ন ডলারের হস্তনির্মিত কার্পেট রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া

0
231

কোন ধরনের মেশিনের সাহায্য ছাড়াই সম্পূর্ণ হাতে কার্পেট বুননের জন্য খ্যাতি রয়েছে আফগান নারী শিল্পীদের। বিশেষ করে আফগানিস্তানের উত্তরাঞ্চলে মহিলাদের মাঝে কার্পেট বুনন শিল্প অত্যন্ত জনপ্রিয়। কোন প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার ব্যতীত ভেড়ার খাঁটি পশম দিয়ে তারা এই কার্পেট তৈরি করে থাকে।

চলতি ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে প্রায় ২০লক্ষ কেজি কার্পেট রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া সরকার, যার রপ্তানি মূল্য প্রায় ৭৫ লক্ষ মার্কিন ডলার। কার্পেটগুলো পাকিস্তান, উজবেকিস্তান, ইতালি, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, চীন ও অন্যান্য কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য প্রদান করেছে।

বিগত বছরের তুলনায় কার্পেট রপ্তানি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান কার্পেট সমিতি। একই সাথে দেশীয় বাজারেও এই কার্পেটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ব্যবসা-বাণিজ্যের সুষম বিকাশে ইমারতে ইসলামিয়া সরকারের নানামুখী উদ্যোগের কারণেই এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানান উক্ত সমিতির প্রধান নূর আহমাদ নূরী।

হস্তনির্মিত এই কার্পেটের মান অত্যন্ত ভাল। তাই দেশে ও বিদেশের বাজারে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য যে, দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহারকে ত্বরান্বিত করতে ইমারতে ইসলামিয়া সরকারের উল্লেখযোগ্য কয়েকটি পদক্ষেপ হল দেশে-বিদেশে স্বদেশী পণ্যের প্রদর্শনীর আয়োজন, ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট সীমা পর্যন্ত কর অব্যাহতি ও কর হার হ্রাস, বিনিয়োগকারীদের জন্য তহবিল গঠন, জাতীয়-আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি।


তথ্যসূত্র:
1. Afghanistan’s Carpet Exports Reach $7.5 Million in 5 Months
– https://tinyurl.com/4buesv8h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় কারাগারে তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকিতে কাশ্মীরি নারী বন্দীরা
পরবর্তী নিবন্ধগাজায় নিখোঁজ ২০ হাজারেরও বেশি শিশু