৫০০ কেভি আরগন্দী সাবস্টেশন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
206

বিগত ২৭জুন ৫০০ কেভি (কিলোভোল্ট) আরগন্দী সাবস্টেশন স্থাপন প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করার কাজ উদ্বোধন করেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ। সাবস্টেশনটি কাবুল প্রদেশের পাঘমান জেলায় নির্মিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেশী দেশ তুর্কমেনিস্তান থেকে বিদ্যুৎ আমদানির উদ্দেশ্যে বিগত পুতুল প্রশাসনের আমলে প্রকল্পটি হাতে নেয়া হয়। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর অসমাপ্ত প্রকল্পটি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করে।

এই প্রকল্পের আওতায় তুর্কমেনিস্তান থেকে সাবারগান(জাওযান প্রদেশে অবস্থিত) এবং সাবারগান থেকে দাশতে আলওয়ান(বাঘলান প্রদেশ), অতঃপর কাবুলের আরগন্দী পর্যন্ত ৫০০ কেভি ট্রান্সমিশন লাইন নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে। ইমারতে ইসলামিয়া প্রশাসন ইতোমধ্যে ট্রান্সমিশন লাইন স্থাপন সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছে। দুইটি দেশীয় কোম্পানির সাথে এই চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী ২বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে প্রত্যাশা ব্যক্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

প্রকল্পটির মাধ্যমে তুর্কমেনিস্তান থেকে ১হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। আমদানিকৃত বিদ্যুৎ রাজধানী কাবুল ও এর আশেপাশে ১৩টি প্রদেশে সরবরাহ করা হবে। ৪ লাখের অধিক পরিবার এই প্রকল্প থেকে উপকৃত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

উল্লেখ্য যে, বর্তমানে আফগানিস্তান কেবল ২০% বিদ্যুৎ নিজ দেশে উৎপাদন করতে পারে। বাকি চাহিদা আমদানী করে মিটাতে হয়/ আমদানী নির্ভরতা কমাতে তাই স্বদেশেই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির চেষ্টা- বিশেষত জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।


তথ্যসূত্র:
1. Remaining work on the Arghandi 500 kV substation project gets underway
– https://tinyurl.com/yzfa8tvw
2. 500-Kilovolt Arghandi Substation Project Inaugurated
– https://tinyurl.com/25af4ckx
3. Work on Electricity Transfer Project in Baghlan Begins
– https://tinyurl.com/5fyne9sd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৩ হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনলো বিএমডিএ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী