পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী

0
71

অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে ২৭ জুন, বৃহস্পতিবার ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার’স সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনি প্রিজনার’স সোসাইটি বৃহস্পতিবার জানিয়েছে, জেনিন, হেবরন, বেথলেহেম, রামাল্লা ও আল-বিরেহ, নাবলুস ও জেরুজালেমে রাতভর অভিযান চলেছে। এসব অভিযান অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সহিংস হামলারই অংশ।

গ্রেপ্তারের দৈনিক হিসাব রাখা এ গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিদের পরিবারকে হুমকিও দিয়েছে।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান চালানো হচ্ছে। ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব এবং সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটছে।

রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী নাটকীয়ভাবে তাদের অভিযান বাড়িয়েছে। এক দিনে প্রায় ৩৮টি অভিযানও পরিচালনা করেছে। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা গত বছরের তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে হাজার হাজার ফিলিস্তিনি ঘরছাড়া হচ্ছেন।


তথ্যসূত্র:
1.Israeli forces arrest 28 Palestinians in raids in occupied West Bank
– https://tinyurl.com/bp8tuzc3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৫০০ কেভি আরগন্দী সাবস্টেশন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধভারতে দুই লক্ষ মুসলিমকে হত্যার হুমকি বিজেপি নেতার