ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ জুন, ২০২৪

0
158

• রাফায় জায়োনিস্ট হামলায় শিশুসহ অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• যুদ্ধবিরতি চুক্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তবে হামাস ‘স্থায়ী যুদ্ধবিরতির’ যেকোনো প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছেন একজন সিনিয়র কর্মকর্তা।
• পশ্চিম তীরে নতুন করে আরও দশ লাখ দখলদারকে নিয়ে আসার শপথ করেছে জায়োনিস্ট মন্ত্রী।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৮৩৪ জন ফিলিস্তিনি।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। জায়োনিস্ট হেলিকপ্টার এসে হতাহতদের নিয়ে গেছে।
• শুজাইয়া পাড়ায় একদল অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেছেন আল-কাসসাম ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হওয়ায় তাদের উদ্ধারে হেলিকপ্টার ল্যান্ডিং করতে দেখা গেছে।
• রাফার তাল আল-সুলতান পাড়ার দক্ষিণে আব্দুল্লাহ বিন উমার মসজিদের পেছনে একটি শাওয়াজ ডিভাইস দিয়ে একটি ডি৯ জায়োনিস্ট বুলডোজারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• তাল আল-সুলতানের দক্ষিণে আল-শুআন জংশনের কাছে দুটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়ি এবং একটি ডি৯ বুলডোজারে ইয়াসিন ১০৫ এবং আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।
• শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর বিরুদ্দে তীব্র যুদ্ধ করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। হতাহতদের উদ্ধারে একাধিক জায়োনিস্ট হেলিকপ্টার ল্যান্ডিং করতে দেখা গেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মাদকবিরোধী দিবসে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বার্তা
পরবর্তী নিবন্ধভিক্ষাবৃত্তি নিরসনে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কার্যকরী কৌশল