বাংলাদেশি ট্যাগ লাগিয়ে মুসলিমদের মারধর ও বাড়িঘর পুড়িয়ে দিল উগ্রবাদী হিন্দু রক্ষা দল

0
401
বাংলাদেশি ট্যাগ লাগিয়ে মুসলিমদের মারধর ও বাড়িঘর পুড়িয়ে দিল উগ্রবাদী হিন্দু রক্ষা দল

উত্তর প্রদেশের গাজিয়াবাদে মুসলিম বস্তিতে বসবাসরত মুসলিমদের বাংলাদেশি ট্যাগ লাগিয়ে মারধর ও জ্বালাও পোড়াও করে উগ্রবাদী হিন্দু রক্ষা দলের সদস্যরা।

১০ আগস্ট, শনিবার বিকেলে ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কিছু হিন্দু লোক মুসলিমদের লাঠি দিয়ে মারধর করছে এবং তাদের বসতি সমূহ ধ্বংস করে আগুন ধরিয়ে দিয়েছে।

ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশে জনতার বিক্ষোভের পর স্বৈরাচারী হাসিনার পতনের পর থেকে। হাসিনার পতনে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশে বসবাসরত হিন্দুদের নিয়ে গুজব ছড়ায়। তারই প্রেক্ষিতে হিন্দু রক্ষা দল ভারতীয় সরকার কে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। তারপর এই হামলার ঘটনা ঘটে।

ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে, ওই বস্তিতে বসবাসরত পরিবার গুলো মূলত উত্তর প্রদেশের সাজাহনপুরের।
এই ঘটনাকে কেন্দ্র করে মধুবন বাপুধাম থানায় হিন্দু রক্ষা দলের সভাপতি ও ১২-২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এর আগেও, ০৮ আগস্ট দিল্লির শাস্ত্রী পার্কে একটি মুসলিম বস্তিতে হামলা চালায় উগ্রবাদী হিন্দু রক্ষা দল।

প্রতিষ্ঠার পর থেকেই হিন্দু রক্ষা নামক এই দলটি মুসলিম বিরোধী ক্যাম্পেইন এর জন্য কুখ্যাতি অর্জন করেছে।


তথ্যসূত্রঃ
1. Ghaziabad: Hindutva group attacks Muslims, burns their huts labelling them as Bangladeshi
-https://tinyurl.com/5e72p65v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামে কথিত লাভ জিহাদের মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন করার দাবী উগ্রবাদী হিন্দু মূখ্যমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ৮০ বছরের অধিক সময় ধরে চলমান বিবাদের মীমাংসা করল ইমারতে ইসলামিয়া প্রশাসন