৮০ বছরের অধিক সময় ধরে চলমান বিবাদের মীমাংসা করল ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
677
৮০ বছরের অধিক সময় ধরে চলমান বিবাদের মীমাংসা করল ইমারতে ইসলামিয়া প্রশাসন

পবিত্র কুরআনের আল্লাহ সুবাহানাহু তাআলা ইরশাদ করেন,

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
‘মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে-যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’ [সুরা হুজুরাত – ৪৯:১০]

কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সরকার। তাই দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চলেছে এই সরকার।

দেশটির পাকতিয়া ও পাকতিকা প্রদেশে বসবাসরত ৪টি উপজাতি সম্প্রদায় কয়েক দশক ধরে পারস্পরিক বিবাদে জড়িত ছিল। ভূমিদখলকে কেন্দ্র এই সকল দ্বন্দ্বের উৎপত্তি ঘটে। এই অনাকাঙ্ক্ষিত বিবাদের কারণে ইতোপূর্বে প্রায় ১০০জন লোকের প্রাণ হারাতে হয়েছে।

ইমারতে ইসলামিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করে। স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজ উদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ এবং শরণার্থী ও প্রত্যাবসন বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি হাফিযাহুল্লাহ বিষয়টি সমাধানের জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। অতঃপর গত শনিবার দীর্ঘ ৮০বছরের অধিক সময় ধরে চলমান এই দ্বন্দ্বের নিরসন ঘটে। এই দিন সংশ্লিষ্ট উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিগণ একটি সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক ক্ষমার ঘোষণা দেন। অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া সরকারের দায়িত্বশীল নেতা এবং কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় ধরে চলমান এই বিরোধের সমাধান হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন মন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ। আফগান জনগণের ঐক্যের জন্য এটি অন্যতম একটি পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন। ক্ষমার দৃষ্টান্ত হিসেবে তিনি ইমারতে ইসলামিয়া সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার ডিক্রি জারির বিষয়টি সকলকে স্মরণ করিয়ে দেন। একই সাথে তিনি পারস্পরিক সহনশীলতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। পারস্পরিক ক্ষমা ও ঐক্যের পর পুনরায় যদি কেউ হত্যাকাণ্ড ঘটায় তবে সে মহান আল্লাহর নিকট অপরাধী সাব্যস্ত হবে বলে উল্লেখ করেন মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি হাফিযাহুল্লাহ। উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিগণ পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতের আর পুনরাবৃত্তি হবে না বলে নিজেদের মতামত ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1) Decades-Long Tribal Conflict Resolved in Paktia and Paktika Provinces
– https://tinyurl.com/yckxnny9
2) Paktia and Paktika tribes end decades-long enmity
– https://tinyurl.com/5y3sdyd6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি ট্যাগ লাগিয়ে মুসলিমদের মারধর ও বাড়িঘর পুড়িয়ে দিল উগ্রবাদী হিন্দু রক্ষা দল
পরবর্তী নিবন্ধজোর করে গণভবনে নেওয়া হয়েছিল আবু সাঈদের পরিবারকে