আসামে কথিত লাভ জিহাদের মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন করার দাবী উগ্রবাদী হিন্দু মূখ্যমন্ত্রীর

0
149
আসামে কথিত লাভ জিহাদের মামলায় যাবজ্জীবন করার দাবী হিন্দু মূখ্যমন্ত্রীর

কথিত লাভ জিহাদের মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন এবং মুসলিম ও হিন্দুদের মাঝে জমি ক্রয়-বিক্রয়ে মূখ্যমন্ত্রীর অনুমতি বাধ্যতামূলক বলে প্রস্তাব করেছে আসামের মূখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শার্মা।

গত ০৪ আগস্ট রবিবার বিজেপির কার্যনির্বাহী এক সভায় এই প্রস্তাব করে উগ্রবাদী এই মূখ্যমন্ত্রী। অনুষ্ঠিত ওই সভায় সে বলে, “ নির্বাচনের সময় আমরা লাভ জিহাদ নিয়ে কথা বলেছি। সামনের দিনগুলোতে লাভ জিহাদের মামলায় আমরা সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারা দন্ডের একটি নতুন আইন পাশ করবো।”

লাভ জিহাদ হলো এমন একটি পরিভাষা বাস্তবে আসলে যার কোনো অস্তিত্ব নেই। উগ্রবাদী হিন্দুরা মুসলিম যুবকদের হেনস্তা করার জন্য এই পরিভাষার উৎপত্তি ঘটিয়েছে।

সে আরো বলে, আসামে হিন্দু ও মুসলিমদের মাঝে কোনো জমি ক্রয়-বিক্রয় করতে হলে মূখ্যমন্ত্রীর সম্মতি বাধ্যতামূলক মর্মে আইন পাশ করা হবে। মূখ্যমন্ত্রীর অনুমতি না দিলে কোনো জমি ক্রয় বিক্রয় করতে পারবে না।

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট এর প্রধান জনাব বদরুদ্দিন আজমল মূখ্যমন্ত্রীর এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “এই দেশের প্রত্যেকটি নাগরিকের আসামে জমি কেনার অধিকার রয়েছে। মূখ্যমন্ত্রীর এই আইনের প্রস্তাব দুঃখজনক। এই আইনের মাধ্যমে জনসাধারণের উপর অবিচার করা হবে। এমনকি এই আইন ভারতীয় সংবিধান কতৃক জনসাধারণের সংরক্ষিত অধিকারকেও ক্ষুণ্ণ করবে।”

আসন্ন ২০২৬ সালের নির্বাচনে হিন্দু ভোটারদের সমর্থন অর্জন করতে এই ধরণের বৈষম্যমূলক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে, বলেও মন্তব্য করেন জনাব আজমল।


তথ্যসূত্রঃ
1. Assam CM’s Planned Laws on ‘Love Jihad’, Land Sale to Muslims Slammed
-https://tinyurl.com/y2a73wu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজরুরি সংকট মোকাবেলায় গম সংরক্ষণে রাখছে ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধবাংলাদেশি ট্যাগ লাগিয়ে মুসলিমদের মারধর ও বাড়িঘর পুড়িয়ে দিল উগ্রবাদী হিন্দু রক্ষা দল