আসামের বিধান সভায় জুমার নামাজের ২ ঘণ্টা বিরতি বাতিল

0
67

ভারতের আসাম রাজ্যের বিধান সভায় জুমার নামাজের জন্য দু’ঘণ্টার কর্মবিরতির নিয়ম বাতিল করা হয়েছে। ব্রিটিশ আমল থেকে এই নিয়মটি চালু ছিল। শুক্রবারের অধিবেশনে মুসলিম বিধায়কদের নামাজের জন্য দুই ঘণ্টার বিরতি দেওয়ার অনুমতি দিত। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শুক্রবার বিধানসভার অধিবেশন সকাল ৯:৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

সরকারি আদেশে বলা হয়েছে, আসাম বিধানসভা তৈরির পর থেকে, মুসলিম সদস্যদের নামাজে যাওয়ার সুবিধার্থে শুক্রবার সকাল ১১টায় বিধানসভার অধিবেশন স্থগিত করা হতো। দুপুরের খাবারের পর সংসদের কার্যক্রম পুনরায় শুরু হতো। মুসলিম সদস্যরা নামাজ থেকে ফিরে আসার পর ফের অধিবেশন চালু হওয়ার প্রথা তৈরি করা হয়। কিন্তু এখন আসামের বিধায়করা আর নামাজের জন্য দুই ঘণ্টা বিরতি পাবে না।

নিয়ম প্রত্যাহারের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্সে (পূর্বের টুইটার) মন্তব্য করে বলেছে, ‘জুমার নামাজের জন্য ২ ঘণ্টার বিরতির নিয়ম তুলে নেয়া হয়েছে আসাম বিধানসভা থেকে। ১৯৩৭ সালে মুসলিম লীগের নেতা সৈয়দ সাদুল্লাহ এই নিয়ম চালু করেছিল। সেই ঔপনিবেশিকতার আরও একটি চিহ্ন ছুঁড়ে ফেলে দেয়া হলো। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মাননীয় স্পিকার বিশ্বজিৎ দাইমারের কাছে আমরা কৃতজ্ঞ। দেশের কোনো রাজ্যে এমন নিয়ম ছিল না। আজ এই সিদ্ধান্ত বাতিল করতে বিধানসভার ১১ নম্বর নির্দেশাবলী পরিবর্তন করা হলো। এই সিদ্ধান্তে কেউ আপত্তি জানাননি।’

উল্লেখ্য, হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আসামে সকলের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করতে তৎপর হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে সেই বিধি এখনো কার্যকর না হলেও আইনে বদল এনে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে সেখানে। বাল্যবিবাহ প্রতিরোধের অজুহাতে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে তৎপর হয় সে, যার ফলে কোনো কাজি নয়, বিয়ের রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে।

এছাড়াও, আগামী দিনে ভিন্নধর্মে জমি বিক্রি বা দান করা রুখতেও নতুন আইন আনা হবে জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. Assam assembly scraps 2-hour Friday namaz break for Muslim leaders
https://tinyurl.com/ytyp8c3t
2. Uniform Civil Code soon? Assam Assembly clears bill to repeal Muslim marriage law
– https://tinyurl.com/4zer7fph
3. New law in Assam soon for life imprisonment in ‘love jihad’ cases: Himanta Sarma
– https://tinyurl.com/bfemtyz8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগরুর গোশত খাওয়ার সন্দেহে ভারতে মুসলিম যুবককে হত্যা
পরবর্তী নিবন্ধগাজায় দিনভর ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত