সন্ত্রাসী ইসরায়েলের হামলায় আরও অর্ধশত নিহত: মৃতের সংখ্যা বেড়ে ৪০,৭৩৮

0
14

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৪০ হাজার ৭৩৮। অব্যাহত হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ৯৪ হাজারের বেশি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গাজার বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বর্বর এই হামলায় আরও অন্তত ৯৪ হাজার ১৫৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে যে ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম গাজা শহরের মিউনিসিপ্যালিটি পার্কের আশেপাশে মুফতাহ এবং বলবোল পরিবারের দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার ফলে একজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছে এবং আরো ছয়জন আহত হয়েছে।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বহিনীর হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিমতীরের তুলকারেম শহরে নুর শামস রিফিউজি ক্যাম্পে একটি মসজিদের ভেতরে এ হামলা চালানো হয়।

এছাড়াও,উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া শহরে এক দল বেসামরিক মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় রবিবার সন্ধ্যায় ছয় জন নিহত হয়েছে।

ইসরায়েলি দখলদার বাহিনী রবিবার সন্ধ্যায় উত্তর অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনিদের মালিকানাধীন একটি বাড়ি গুড়িয়ে দিয়েছে। জেনিনে এপর্যন্ত নারী শিশু সহ মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


তথ্যসূত্র:
1. Israel kills 47 more Gazans as death toll passes 40,700
– https://tinyurl.com/25jacrt3
2.Death toll in Gaza surges to 40,738, over 94,154 wounded
– https://english.wafa.ps/Pages/Details/148728
3.Six Palestinians, including three women, detained by Israeli forces in Hebron

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএস আলমের ১ লাখ ১৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
পরবর্তী নিবন্ধবাংলাদেশি বন্যার্তদের জন্য ১১ লক্ষাধিক টাকা দিলেন রোহিঙ্গা শরণার্থীরা