ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

0
43

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত এই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১০৪ জনের মৃত্যু হলো। আর দেশজুড়ে মোট মৃত্যু হলো ১৯৩ জনের।

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১৯৬ জন রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১৮০, চট্টগ্রাম বিভাগে ১৬০, ঢাকা বিভাগে ১৫৯, খুলনা বিভাগে ৯৫, বরিশাল বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ৩০, ময়মনসিংহ বিভাগে ১৭ ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

প্রতি বছর মশা নিয়ন্ত্রণে শতকোটি টাকা খরচ করে ঢাকার দুই সিটি করপোরেশন। মশা নিয়ন্ত্রণে সর্বশেষ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশনের বাজেট ছিল ১৫২ কোটি ৮৫ লাখ টাকা। গত ১২ বছরে মশা মারার এই আয়োজনে খরচ হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। কিন্তু এসব কিছুই ব্যর্থ প্রমাণ করেছে ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যান।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে, সংখ্যাটি ছিল ৩৯৬। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন। এর পরের মাসে অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩৫৯ জনের। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৭ হাজার ৭৬৯ জন।


তথ্যসূত্র:
১. ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটিতে ৪ জনসহ ৫ জনের মৃত্যু
– https://tinyurl.com/3f7pce2z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধদুর্গাপূজায় চাঁদা না দেয়ায় মুসলিম ব্যবসায়ীকে হত্যা, মসজিদ ও দোকানপাট ভাঙচুর