লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২১

0
33

লেবাননের উত্তরাঞ্চলে বর্বর ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৪ অক্টোবর, সোমবার আইতু নামের খ্রিস্টান প্রধান গ্রামে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় রক্তপিপাশু ইসরায়েল। কিন্তু জায়গাটি সাধারণত ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তু নয় বলে জানায় গ্রামবাসীরা।

গ্রামবাসীরা জানান, কিছুদিন আগে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত কয়েকটি পরিবার আইতুতে এসে আশ্রয় নিয়েছিল, এবং হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িটি দুই সপ্তাহ আগে নতুন ভাড়াটেদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।

লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনস্থল থেকে উদ্ধার হওয়া দেহের অঙ্গ-প্রত্যঙ্গের পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই প্রথম সন্ত্রাসী ইসরায়েল লেবাননের ওই এলাকায় হামলা চালালো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রথম প্রতিবেদনে নিহতের সংখ্যা ৯ বলে জানিয়েছিল।


তথ্যসূত্র:
1. Lebanon says 21 killed in air strike in country’s north
– https://www.bbc.com/news/articles/c5y80p1yr9qo
2.Israeli strike kills 21 in northern Lebanon as Hezbollah steps up attacks
– https://aje.io/jxdh7b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধভারতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান থেকে মসজিদে জুতা নিক্ষেপ