দলিত যুবককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্ৰবাদী হিন্দুরা

0
72

ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশে ১৬ বছর বয়সী এক দলিত যুবককে হেনস্তা এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করেছে উগ্ৰবাদী হিন্দু ছাত্ররা। ২২ অক্টোবর, মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, দলিত সম্প্রদায়ের ওই যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম একাউন্টে দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ের নেতা ভীম রাও আম্বেদকর এর একটি ছবি পোস্ট করে। এরই জের ধরে পরে তাকে হেনস্তা করে এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করে কিছু উগ্ৰবাদী হিন্দু ছাত্র।

পরে, তারা স্লোগানের সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি প্রকাশ হবার পর পরই ভাইরাল হয়ে যায়।

অভিযুক্তদের আসামী করে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্ৰেফতার করা হয়নি।


তথ্যসূত্রঃ
1.Dalit teen assaulted by students, forced to say ‘jai shri ram’ in UP
-https://tinyurl.com/3vnekdn7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক পরিবারের তিনজন রোহিঙ্গাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধদেশে চরম সংকট, তবুও ২০০ দামি গাড়ি কিনতে চায় প্রশাসন