গাজার খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় ২৫ অক্টোবর, শুক্রবার অন্তত ৩৮ জন নিহত হয়েছে। স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য । ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।
হামলার পর ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর। গাজার নাসের হাসপাতালে মাটিতে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেক পরিবারের সদস্যকে মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে দেখা গেছে।
তাছাড়া গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার বেশ কিছু আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
এর আগে, ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
২৫ অক্টোবর, শুক্রবার ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়েছে।
তথ্যসূত্র:
1. At least 38 killed in Israeli strikes on Gaza’s Khan Younis
– https://tinyurl.com/mrytthrj
2.Israeli strikes kill 38 in south Gaza, health ministry says
– https://tinyurl.com/4pd98ba2