হেলমন্দ প্রদেশে প্রথম ওষুধ কারখানা উদ্বোধন

0
118

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের রাজধানীতে সম্প্রতি একটি নতুন ওষুধ কারখানা উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়া সরকার। ইতোপূর্বে প্রদেশটিতে কোন ওষুধ কোম্পানি বিদ্যমান ছিল না। কোম্পানির নাম ডায়মন্ড বাস্ট ইন্টারন্যাশনাল ফার্মা। এটি নির্মাণে ৩ কোটি আফগানি ব্যয় হয়েছে। এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশটির তথ্য ও সংস্কৃত বিভাগের পরিচালক শের মুহাম্মদ ওয়াহদাত হাফিযাহুল্লাহ।

উক্ত কোম্পানির সুপারভাইজার সাইদুলি জাহানি জানান, এই কারখানায় বর্তমানে ২০ জন লোক সরাসরি কর্মরত রয়েছেন। এছাড়া আরও ২০০ জন লোক পরোক্ষভাবে কোম্পানির কাজে সম্পৃক্ত রয়েছেন। ওষুধ উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা তিনি ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন নিজ নিজ বক্তব্য প্রদান করেছেন। তাদের আলোচনায় দেশের বর্তমান উন্নত নিরাপত্তা পরিস্থিতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্প কারখানার বিকাশ, ওষুধ কারখানার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

ইমারতে ইসলামিয়া সরকারের শাসনামলে দেশে উল্লেখযোগ্য সংখ্যক নতুন কারখানা নির্মিত হয়েছে, সৃষ্টি হয়েছে অসংখ্য নতুন কর্মসংস্থান। যা দেশটিতে শিল্পের সুষম বিকাশে ইতিবাচক পরিবর্তন বয়ে আনছে বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টগণ।


তথ্যসূত্র:
1. First Ever Medicine Factory Inaugurated in Helmand
– https://tinyurl.com/4x7fc3nh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখান ইউনিসে ইসরায়েলের সন্ত্রাসী হামলা, একই পরিবারের ১৪জন সহ নিহত ৩৮
পরবর্তী নিবন্ধ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় আরবি শিক্ষককে হেনস্তা করলো উগ্রবাদী এক হিন্দু