বেলুচিস্তানে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইরানের সীমান্ত বাহিনীর ১০ সদস্য নিহত

0
133

ইরানের নিয়ন্ত্রণাধীন বেলুচিস্তান অঞ্চলে সশস্ত্র হামলা চালিয়েছেন স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা। এতে দেশটির অন্তত ১০ সীমান্তরক্ষী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

সূত্রমতে, পাকিস্তান সীমান্তের বেলুচিস্তান অঞ্চলে গত ২৬ অক্টোবর শনিবার, একটি সফল হামলা চালিয়েছেন দেশটির ইসলামি প্রতিরোধ বাহিনী “জাইশুল আদল” এর যোদ্ধারা। হামলাটি উক্ত অঞ্চলের তাফতান এলাকার কাছে ইরানী সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে চালানো হয়েছে। ফলশ্রুতিতে এক ডজনেরও বেশি ইরানী সীমান্তরক্ষী সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে এবং আরও অনেক সদস্য আহত হয়েছে। সেই সাথে প্রতিরোধ যোদ্ধারা এই অভিযান থেকে ২টি মেশিনগান ও ৯টি ক্লাশিনকোভ সহ অন্যান্য বেশ কিছু সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন।

ইরানি প্রশাসনের সাথে যুক্ত সিস্তান ও বেলুচিস্তান পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় যে, এই হামলার ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার ঘটনা তদন্তের জন্য একটি দল নিয়োগ করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার উত্তরাঞ্চলে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় নিহত ৪৫
পরবর্তী নিবন্ধমুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে