পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসবাদী সংগঠন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলায় বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির আহ্বান করেছে। ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে তারা এই কর্মসূচি দিয়েছে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার তাদের এই অবরোধের কারণে ঢাকা, চট্রগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছে না আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে কোনো গাড়ি। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশ পাহাড়ায় খাগড়াছড়িতে প্রবেশ করে।
এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের রামগড় অংশে টায়ার জ্বালিয়েছে ইউপিডিএফের সদস্যরা। এছাড়া দীঘিনালা-বাবুছড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
তথ্যসূত্র:
১. ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে
– https://tinyurl.com/328su3ea