পাকিস্তানে সেনা কনভয় ঘিরে মুজাহিদদের পরিচালিত অভিযানে অন্তত ৩০ সেনা হতাহত

0
394

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের বান্নু জেলায় সামরিক বাহিনীর একটি কনভয়ে ভারী আক্রমণ চালিয়েছেন দেশটির সশস্ত্র ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে সামরিক বাহিনীর অন্তত ৩০ সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

বিবরণ অনুযায়ী, পাকিস্তানের বান্নু জেলার বাকাখেল এলাকায় গত ৩০ অক্টোবর সন্ধ্যা রাতে, প্রতিরোধ বাহিনী “হাফিজ গুল বাহাদুর” গ্রুপের একটি অবস্থানের বিষয়ে গোয়েন্দা তথ্য পায় পাকিস্তান সামরিক বাহিনী। এরপর উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার উদ্দেশ্যে বের হয় পাকিস্তান সামরিক বাহিনীর একটি কনভয়।

এদিকে প্রতিরোধ বাহিনী হাফিজ গুল বাহাদুর গ্রুপের বীর মুজাহিদিনরা সেনা কনভয় অগ্রসরের খবর পেয়ে দ্রুততার সাথে পাল্টা আক্রমণের প্রস্তুতি নেন। এসময় প্রতিরোধ বাহিনী টিটিপির মুজাহিদিনরাও তাদের সহায়তায় দ্রুত এগিয়ে আসেন। ফলশ্রুতিতে পাকিস্তান সামরিক বাহিনীর কনভয়টি বাকাখেল এলাকায় মুজাহিদদের নির্ধারিত স্থানে আসা মাত্রই কনভয়টিকে চতুর্দিক থেকে অবরোধ করে অতর্কিত আক্রমণ চালানো শুরু করেন। টানা ৬ ঘন্টা ধরে মুজাহিদদের অবরোধে পরে সেনা কনভয়টি। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে অন্তত ৩০ সৈন্য হতাহত হয়, যাদের মধ্যে ১০ সেনা সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

হাফিজ গুল বাহাদুর গ্রুপের একজন সামরিক কমান্ডার মোল্লা ওমর মানসুর হক্কানি এক ভিডিও বার্তায় জানান, মুজাহিদদের অবরোধের কবল থেকে কনভয়টিকে উদ্ধার করতে উক্ত এলাকায় কয়েক দফায় হেলিকপ্টার ও বিমান থেকে হামলা চালানো হয়। এতেও চরমভাবে ব্যার্থ হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী নিজেদের রক্ষা করতে সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে। এই লক্ষ্যে তারা অনেক বেসামরিক লোককে জিম্মি করে। পরে বেসামরিক লোকদের হতাহতের উচ্চ ঝুঁকি কমাতে এলাকার প্রবীনদের অনুরোধে অবরোধ শিথিল করেন মুজাহিদগণ। এসময় সেনাবাহিনীকে জিম্মিদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা ছাড়া এলাকা থেকে পালানোর অনুমতি দেওয়া হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধজয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় মুসলিম নারীকে খাবার দিতে অস্বীকৃতি