জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় মুসলিম নারীকে খাবার দিতে অস্বীকৃতি

0
136

জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় হিজাব পরিহিত মুসলিম নারীকে খাবার দিল না ভারতীয় এক এনজিও। মুম্বাইয়ের টাটা হাসপাতালের নিকটে একটি এলাকায় এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, মুম্বাইয়ের ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীদের খাবার প্রদান করছিল কিছু এনজিও। এই সময় তিলক পরা এক বয়স্ক হিন্দু লাইনে দাঁড়ানো লোকদের খাবার প্রদান করছিল। ওই সময় খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এক মুসলিম নারী। যখন তার খাবার নেওয়ার পালা আসে তখন তার ধর্মীয় পরিচয় জানার পর এবং জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় তাকে খাবার দিতে অস্বীকৃতি জানায় ওই বৃদ্ধ।

এই ঘটনার একটি ভিডিও ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পরই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও ধারণকারী খাবার প্রদানকারীকে ওই মহিলাকে খাবার না দেওয়ার কারণ জিজ্ঞেস করে।

ওই ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, খাবার সরবরাহকারী ওই হিন্দু ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেওয়ায় মুসলিম নারীকে লাইন থেকে সরে যেতে বলে।


তথ্যসূত্রঃ
1.Minority Charity Gives Food to all After Hijab-clad Woman Denied Food Over Religious Identity
-https://tinyurl.com/2pfjzxwa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সেনা কনভয় ঘিরে মুজাহিদদের পরিচালিত অভিযানে অন্তত ৩০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধগাজা যুদ্ধ নিয়ে বিবিসির সংবাদ ছিল পক্ষপাতদুষ্ট