বিগত বছরে গৃহীত চেকবাঁধ প্রকল্পের বেশিরভাগই চালু করেছে ইমারতে ইসলামিয়া সরকার

0
94

বিগত বছরে (১৪০২ হিজরি সৌরসাল) দেশজুড়ে ৩৫৫টি চেকবাঁধ নির্মাণ প্রকল্প শুরু করেছিল ইমারতে ইসলামিয়া সরকার। এই সকল প্রকল্পের অধিকাংশই সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্মিত বাঁধগুলো বর্তমানে পুরোদমে চালু রয়েছে।

এর মধ্যে ১৩৮টি চেকবাঁধ প্রকল্প পরিচালনা করেছে ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ১১৭টি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল এই সরকারের শক্তি ও পানি সম্পদ মন্ত্রণালয়। অবশিষ্ট ১০০টি প্রকল্প গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

উল্লেখ্য যে, কৃষিকাজে ব্যবহারের জন্য সেচের পানি সংরক্ষণ করে রাখে চেকবাঁধ অবকাঠামো, এছাড়া এটি ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করে, খরা রোধ ও বন্যা নিয়ন্ত্রণেও এটি ভূমিকা পালন করে।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে চালু হওয়া কয়েকটি চেকবাঁধের ছবি এখানে সংযুক্ত করা হল।

অবস্থান: লাঘমান প্রদেশের কেন্দ্র। প্রকল্প ব্যয়: ৪২ লক্ষ আফগানি। পানি ধারণ সক্ষমতা: ৩৭০০ ঘনমিটার।
অবস্থান: নুরগাল জেলা, কুনার প্রদেশ। প্রকল্প ব্যয়: ৫৩ লক্ষ ৫০ হাজার আফগানি।
অবস্থান: চাহারসাদা জেলা, ঘোর প্রদেশে। প্রকল্প ব্যয়: ৩০ লক্ষ আফগানি। পানি ধারণ সক্ষমতা: ৫ হাজার ঘনমিটার
অবস্থান: গোমালা জেলা, পাকতিকা প্রদেশ। পানি ধারণ সক্ষমতা: ২০৫০ ঘনমিটার

 


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/23bt9zk3
2. Dam worth over 4 million Afghanis inaugurated in Laghman
– https://tinyurl.com/bdy5u7w7
3. Construction of check dam completed in Kunar
– https://tinyurl.com/mr22v6vn
4. Check dam completed and inaugurated in Ghor
– https://tinyurl.com/bdf3a2zx
5. Construction of Check dam completed in Paktika
– https://tinyurl.com/2bjkywyc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে এক মুসলিমকে মারধর করে ‘জয় শ্রীরামে’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্রবাদী হিন্দুরা
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীর আটক করা যুবলীগ নেতাকে ছেড়ে দিলো পুলিশ