স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তালিকায় মাদক ব্যবসায়ী হিসেবে নাম রয়েছে তার। মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে অন্তত পাঁচটি মামলা। এসব মামলায় জামিনে থাকলেও সম্প্রতি ফেনীতে ছাত্র-জনতার সমাবেশে গুলি করা এবং ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে করা নতুন দুটি মামলার এজাহারভুক্ত আসামি সে। গত শুক্রবার (১ নভেম্বর) রাতে তাকে আটক করে থানায় সোপর্দ করলেও ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশের ছেড়ে দেওয়া এই আসামির নাম দুলাল হোসেন ওরফে বাটা দুলাল (৪০)। সে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার এলাকার আবু তাহেরের ছেলে। ইউনিয়ন যুবলীগের সহসভাপতির পদে রয়েছে সে।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর মহিপালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার সমাবেশে গুলি চালিয়ে অন্তত ৯ জনকে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন অনেকেই। গুলিবিদ্ধদের একজনের বাবা বাহার মিয়া বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন। এই মামলায় দুলাল হোসেন এজাহারভুক্ত আসামি।
একইভাবে গত ১০ অক্টোবর রাতে সোনাগাজী পৌর শহরের ফল ব্যবসায়ী মো. আব্দুল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দুলালসহ ২৩ আসামির বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
মামলার সূত্র ধরে গত শুক্রবার (১ নভেম্বর) রাতে সোনাগাজী উপজেলার ভূঁইয়া বাজার এলাকা থেকে দুলালকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়। তবে পুলিশ রাতেই তাকে ছেড়ে দেয়।
চাঁদাবাজির মামলাটির বাদী মো. আবদুল্লাহ বলেন, ‘আটকের পর আসামিকে ছেড়ে দেওয়া দুঃখজনক। এ বিষয়ে আমি থানা-পুলিশের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করব।’
তথ্যসূত্র:
১. সেনাবাহিনীর আটক করা যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ
– https://tinyurl.com/yck48jve