পতনের ৩ মাস পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খুনি হাসিনার ছবি, ক্ষোভ জনমনে

0
199

৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর প্রায় ৩ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও হাসিনা সরকারের বিভিন্ন চিহ্ন রয়ে গেছে প্রশাসনের নানা জায়গায়। জালিম হাসিনার সহযোগীরা এখনও প্রশাসনের নানা জায়গায় হর্তাকর্তা হয়ে বসে আছে। এমনকি এখনও পর্যন্ত নামানো যায়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবিও! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গার দেয়ালে এখনও ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছে।

সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের ভিডিও প্রকাশ হলে বিষয়টি নজরে আসে জনগণের। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সম্মেলনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের একটি দেয়ালে শেখ হাসিনার ছবি টানানো। এ নিয়ে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে জনসাধারণের মনে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শত শত মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও, নবগঠিত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও হাসিনার মতো ফ্যাসিস্টের ছবি সরাতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার ছবি থাকার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন জনগণ। কেউ কেউ বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা বলা হলেও সরকার এখন পর্যন্ত নিজের মন্ত্রণালয় থেকে খুনি শেখ হাসিনার ছবিই সরাতে পারেনি।


তথ্যসূত্র:
১. সংবাদ সম্মেলনের ভিডিও
– https://tinyurl.com/327ypxe3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাইফা বন্দরের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
পরবর্তী নিবন্ধচলতি বছরে ১৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক উপপ্রধানমন্ত্রী