দুই মাসে পাকিস্তান জুড়ে টিটিপির অন্তত ৪৮২টি সামরিক অপারেশন: হতাহত ৬০০ এরও বেশি

0
468

তেহরিক-ই-তালিবান পাকিস্তান নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা ২০২৪ সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পশ্চিমা সমর্থিত পাক-সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্তত ৪৮২টি অভিযান পরিচালনা করেছেন। উমর মিডিয়া কর্তৃক ইনফেগ্রাফি আকারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উক্ত অভিযানগুলো পাকিস্তানের ১০টি প্রদেশের মোট ২৮টি জেলায় চালানো হয়েছে।

বিবরণ অনুযায়ী, মুজাহিদদের পরিচালিত এসকল অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৬১০ সদস্য হতাহত হয়েছে। এরমধ্যে সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১০ প্রদেশের মোট ২৪টি জেলায় টিটিপির পরিচালিত ২৬২টি অভিযানে সামরিক বাহিনীর অন্তত ১৩৭ সদস্য নিহত এবং ১৮৯ এরও বেশি সদস্য আহত হয়েছে। এই মাসে মুজাহিদদের হাতে সামরিক বাহিনীর ২ সদস্য আটক হয়েছে।

অপরদিকে গত অক্টোবর মাসে পাকিস্তানের ৭টি প্রদেশের মোট ১৯টি জেলায় অন্তত ২২০টি পৃথক অপারেশন পরিচালনা করছেন টিটিপির মুজাহিদগণ। এতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ১৩০ সদস্য নিহত এবং আরও ১৫৪ এরও বেশি সদস্য আহত হয়েছে। আর এমাসে মুজাহিদদের হাতে বন্দী হয়েছে শত্রু বাহিনীর ১১ সদস্য।

টিটিপির বীর যোদ্ধাদের গত দুমাসের পরিচালিত তীব্র অভিযানগুলোতে পাকিস্তান সামরিক বাহিনীতে হতাহতের ঘটনা ছাড়াও এই বাহিনীর অসংখ্য সামরিক সরঞ্জাম ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে একটি তেলের ট্যাংকার, ৭টি সামরিক ট্যাংক, ৬৭টি সামরিক যান, ৬৮টি নজরদারি গোপন ক্যামেরা, ৭টি ড্রোন ক্যামেরা। সেই সাথে পশ্চিমা সমর্থিত এই বাহিনীর ১২টি সামরিক পোস্ট ও ঘাঁটি মুজাহিদগণ ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য যে, টিটিপির বীর মুজাহিদিনরা গত দুই মাসে পাকিস্তান জুড়ে তাদের পরিচালিত মোট অভিযানের দুই-তৃতীয়াংশই চালিয়েছেন উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং খাইবার অঞ্চলের জেলাগুলিতে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজায় হতাহত আরও ১০৩
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বর হামলায় বিধ্বস্ত ভবন থেকে ৩০টি লাশ উদ্ধার