ইসরায়েলি বর্বর হামলায় বিধ্বস্ত ভবন থেকে ৩০টি লাশ উদ্ধার

0
38

০৬ নভেম্বর, বুধবার লেবাননের বারজা শহরের একটি আবাসিক ভবনে গভীর রাতে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩০টি লাশ উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ বেঁচে আছেন কিনা বা আর কারও লাশ আটকা পড়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

লেবাননের মধ্যাঞ্চলের বন্দর নগরী সিডনের ঠিক উত্তরে বারজা শহরে এখন পর্যন্ত হামলা অব্যহত রেখেছে দখলদার বাহিনী। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোস্তফা দানাজ বলেন, কিছু প্রতিবেশী জানিয়েছেন যে এখনও অনেক লোকজন নিখোঁজ রয়েছেন। তিনি আরো জানান, কোন প্রকার সতর্ক বার্তা ছাড়াই হামলা এসব হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।


তথ্যসূত্র:
1. Middle East latest: Rescue workers pull 30 bodies from apartments in Lebanon after Israeli strike
– https://tinyurl.com/383882p8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই মাসে পাকিস্তান জুড়ে টিটিপির অন্তত ৪৮২টি সামরিক অপারেশন: হতাহত ৬০০ এরও বেশি
পরবর্তী নিবন্ধত্রাণের কম্বল চুরি করায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা