কাঠবাদাম একটি অর্থকরী ফসল। আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশ এই বাদাম উৎপাদনের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। বিভিন্ন জাতের প্রায় ২১ প্রকার বাদাম চাষ হয় এই প্রদেশে। প্রদেশটির অধিকাংশ কৃষক এই ফসল চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে।
চলতি বছরে উক্ত প্রদেশে ২৫ হাজার মেট্রিক টনের অধিক কাঠবাদাম উৎপাদন হয়েছে। পক্ষান্তরে বিগত বছরে উৎপাদন হয়েছিল প্রায় ২০ হাজার ৭৬৫ মেট্রিক টন। ফলে বিগত বছরের তুলনায় এই বছরে ১৮ শতাংশ বেশি ফলন হয়েছে বলে মতামত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাগণ।
পর্যাপ্ত বৃষ্টিপাত ও পানির সহজলভ্যতা বৃদ্ধিকে বর্ধিত উৎপাদনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে প্রদেশটির কৃষি বিভাগ। চলতি বছর বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে কৃষক ও বাগান মালিকদের বিভিন্ন সহায়তা সরবরাহ করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চারা বিতরণ, উন্নত মানের বীজ, রাসায়নিক সার ও কীটনাশক সরবরাহ এবং কৃষক কর্মশালার আয়োজন। প্রদেশটির কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যবস্থাপক সাঈদ সুলতান মুসাভি হাফিযাহুল্লাহ তথ্যগুলো প্রদান করেছেন।
তথ্যসূত্র:
1. Daikundi Almond Harvest Reaches 24,000 Tons Despite Weather Challenges
– https://tinyurl.com/2s3fke3e
2. Daikundi farmers supply 25,000MT of almonds to market
– https://tinyurl.com/3fduuhye