বেলুচিস্তানে ইরানি সামরিক কনভয়ে প্রতিরোধ যোদ্ধাদের অ্যাম্বুশ: নিহত অন্তত ১২ সেনা

0
194

ইরানের বেলুচিস্তান অঞ্চলে সক্রিয় সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জাইশুল আদল। দলটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বেলুচিস্তানে মুজাহিদদের পরিচালিত এক অভিযানে ইরানের আইআরজিসি সামরিক বাহিনীর অন্তত ১২ সেনা নিহত হয়েছে।

দলটির বিবৃতি অনুযায়ী, গত ৮ নভেম্বর শুক্রবার দুপুরে, জাইশুল আদলের সাহসী যোদ্ধারা ইরানের রেভল্যুশনারি গার্ডের একটি সামরিক কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। হামলাটি এমন সময় চালানো হয়েছে, যখন দক্ষিণ বেলুচিস্তানে আগ্রাসন চালানোর লক্ষ্যে সামরিক কনভয়টি উত্তরাঞ্চল থেকে রাস্ক শহরের দিকে প্রবেশের চেষ্টা করছিল। কনভয়টি যখন রাস্ক শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে সরবাজে প্রবেশ করে, তখনই মুজাহিদিনরা কনভয়টিকে তাদের হামলার লক্ষ্যবস্তু বানান।

এতে উভয় বাহিনীর মাঝে সরবাজ এলাকায় তীব্র এক লড়াই শুরু হয়। ফলস্বরূপ শত্রু বাহিনীর অন্তত ১২ সৈন্য নিহত হয় এবং একটি সাঁজোয়া যান ধ্বংস হয়। অপরদিকে ব্যাপক সংঘর্ষের পর ৪ জন মুজাহিদও এই লড়াইয়ে শাহাদাত বরণ করেন।

বিবৃতিতে জাইশুল আদল, ইরানি সামরিক বাহিনীকে সতর্ক করে আরও যোগ করেছেন যে, যদি অশুভ কোনো শক্তি মুজাহিদিনদের ধ্বংস করতে এবং মুসলিম সন্তান ও বেলুচিস্তানের মহাকাব্যের বিরুদ্ধে লড়াই করতে আমাদের অঞ্চলে প্রবেশ করে, তবে তাদেরকে মৃত্যুপুরীতে আমরা স্বাগত জানাই। বেলুচিস্তানের বীর মুজাহিদিন ও মুসলিম জনগণের জিহাদি আন্দোলন শীঘ্রই অনেক শহরে ঝড়ের গতিতে আঘাত হানবে। অত্যাচারী শাসনকে ধ্বংস করতে এবং জালিমদের প্রতিটি ঘাঁটি গুড়িয়ে দিতে আল্লাহর রাহে মূল্যবান জীবন উৎসর্গকারী বীরেরা প্রস্তুত রয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক কনভয়ে মুজাহিদদের পৃথক আক্রমণে অন্তত ২১ পাকি সেনা হতাহত
পরবর্তী নিবন্ধফেসবুকে ইসকন নিষিদ্ধের দাবি: মুসলিম ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, যৌথবাহিনীর উপর ইসকনের সন্ত্রাসী হামলা