গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

0
143

কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে গোপন বৈঠক করছিল আওয়ামী লীগের ৭০ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। এর মধ্যে মামলা থাকায় ১৯ জন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে ওই আবাসিক হোটেলে গোপন বৈঠক চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিল ওই ইউপি সদস্যরা। তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছিল। এক পর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। ঘণ্টাব্যাপী পুলিশ হল রুম ঘেরাও করে রাখে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামীপন্থি ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেশের একজন নাগরিক বলেছেন, গোপন বৈঠক এ যাদেরকে পাওয়া গেছে, সবাইকে গ্রেফতার করা দরকার ছিল। তারা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।


তথ্যসূত্র:
১. ‘গোপন বৈঠক’ করছিলেন ৭০ ইউপি সদস্য, গ্রেপ্তার আ.লীগপন্থি ১৯
– https://tinyurl.com/3965kvy3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১০ নভেম্বর রাজধানীতে জড়ো হওয়ার ডাক দিলো গণহত্যাকারী আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ৫১ জন সেনার আর্টিলারি প্রশিক্ষণ সম্পন্ন