আফগানিস্তানে ৫১ জন সেনার আর্টিলারি প্রশিক্ষণ সম্পন্ন

0
108

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ৫১ জন তরুণ সেনা আর্টিলারি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

গত ৭ নভেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আর্টিলারি বিভাগের তরুণ সেনারা কৃতিত্বের সঙ্গে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে, এই সেনারা দেশের বিভিন্ন সেনাবাহিনীতে যোগদান করেছেন।

সেনাদের স্নাতক উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টিলারি বিভাগের উপ-পরিচালক মোল্লা সিদিকুল্লাহ মিস্ত্রি হাফিযাহুল্লাহ এবং ঐ বিভাগের অন্যান্য সেনা কর্মকর্তারা। মোল্লা সিদিকুল্লাহ হাফিযাহুল্লাহ তাঁর বক্তব্যে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের আরও পরিশ্রমী হতে এবং নিজেদের দক্ষতা আরও বাড়াতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘চেষ্টা করুন, যাতে আপনি তাত্ত্বিক শিক্ষা ছাড়াও বাস্তবিক শিক্ষা অর্জন করতে পারেন। শত্রুর কৌশল প্রয়োগের আগেই তাকে নিষ্ক্রিয় করুন। যেমন আগুন যত বেশি জ্বলে, তত বেশি তা পরিষ্কার হয়; তেমনি আপনার পাঠগুলো পুনরাবৃত্তি করে পড়ুন এবং কোনো অবস্থাতেই আপনার শিক্ষা অবহেলা করবেন না।’

উল্লেখ যে, আফগানিস্তানে প্রতিনিয়ত তরুণদের সেনা প্রশিক্ষণ দিয়ে একটি দক্ষ বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।


তথ্যসূত্র:
1. د ستردرستیز توپچي ریاست د ZU23 (دافع هوا) دومیله دستګا کورس څخه ۵۱ تنه ځوان منسوبین فارغ شول
– https://tinyurl.com/2arfefes

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুবকদের স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে ১৩১ মিলিয়ন আফগানি মূল্যের চুক্তি স্বাক্ষর করল ইমারতে ইসলামিয়া প্রশাসন