সোমালিয়ায় আশ-শাবাবের হামলায় তুরস্ক ও মার্কিন বাহিনীর ২টি ড্রোন ভূপাতিত

0
179

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে তুরস্ক এবং মার্কিন সেনাবাহিনীর ২টি চালকবিহীন যুদ্ধ বিমান (ড্রোন) ভূপাতিত করেছেন ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের বীর যোদ্ধারা।

আঞ্চলিক সূত্রগুলো জানায়, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শাবেলি রাজ্যে কোরিওলি শহর এবং ফারসুলি এলাকায় পরপর দু’দিনে দখলদার বাহিনীর ২টি ড্রোন ভূপাতিত করেছেনে আশ-শাবাব মুজাহিদিন। ক্ষেপণাস্ত্র দ্বারা গুলি করে ড্রোনগুলো ভূপাতিত করার পর, মুজাহিদগণ ড্রোনগুলো নিজেদের কাজে ব্যবহারের উপযোগী করে তুলতে নিরাপদ স্থানে নিয়ে যান।

সূত্রমতে, প্রথম ড্রোনটি ভূপাতিত করা হয় গত ৫ নভেম্বর স্থানীয় সময় প্রায় ১২:৪০ মিনিটে, ফারসুলি এলাকায়। ক্রুসেডার মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত MQ-1C এই ড্রোনটি আশ-শাবাব মুজাহিদদের বিরুদ্ধে নজরদারি মিশনের পাশাপাশি হামলার জন্য ব্যবহার করা হতো।

এর একদিন পর, শাবেলি রাজ্যের কোরিওলি শহরে Bayraktar TB2 হিসাবে চিহ্নিত আরও একটি সামরিক ড্রোন ভূপাতিত করেন মুজাহিদগণ। ড্রোনটি মোগাদিশু সামরিক বাহিনীকে সহায়তা করতে রাজধানী মোগাদিশুতে অবস্থিত তুর্কি সামরিক ঘাঁটি থেকে আশ-শাবাবের বিরুদ্ধে অপারেশনের জন্য ব্যবহৃত হতো।

উল্লেখ্য যে, ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুর্কি সামরিক বাহিনীও এই অঞ্চলে আশ-শাবাবের বিরুদ্ধে মোগাদিশু প্রশাসনকে সর্বাত্মকভাবে সামরিক ও আর্থিক সমর্থন দিয়ে যাচ্ছে। সেই সাথে মনুষ্যবিহীন যুদ্ধবিমান (ড্রোন) দিয়েও আশ-শাবাবকে লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুবকদের স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে ১৩১ মিলিয়ন আফগানি মূল্যের চুক্তি স্বাক্ষর করল ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধমনিপুরে ধর্ষণের পর তিন সন্তানের জননীকে জীবন্ত পুড়িয়ে হত্যা